পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ চুয়াডাঙ্গার আয়োজনে ক্বিরাত, হামদ/না'ত ও আযান প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা ব্যাপী গ্রুপভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ২৯.০৩.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে ক্বিরাত, হামদ/না'ত ও আযান প্রতিযোগিতা-২০২৩ এর চুড়ান্ত পর্ব এবং আনুমানিক ১৩:৩০ ঘটিকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এই মহতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মাওলানা আমির হোসেন, মাস্টার ট্রেইনার, ইসলামি ফাউন্ডেশন, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।