জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ১০৩ বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের ১০৩ বিচারপকিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ আমত কুমার দে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনসহ সিভিল প্রশাসন এবং সুপ্রিম ও হাইকোর্টের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।