হারানো ফোন খুজে পাওয়ার আনন্দ এ যেনো মেঘ না চাইতে বৃষ্টির মত। সাধারণত কারো মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা আর ফিরে পাওয়ার আসা কেউ করেন না। যারা সচেতন নাগরিক তারা ফোন হারিয়ে সাধারণত সংশ্লিষ্ট এলাকার থানায় ফোনের আইএমই নাম্বার ও হারানোর সময় ব্যবহৃত সিম নাম্বার দিয়ে জিডি করে থাকে।পরে সেই জিডির কাগজ থানা থেকে সাতক্ষীরা সদর সার্কেল অফিসে পাঠানো হয় ফোন গুলো খুজে বের করার জন্য।পরে সংশ্লিষ্ট অফিসার তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযানে নামেন হারানো মোবাইল গুলো উদ্ধার করতে।
ঠিক তেমন ভাবেই সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৮ টি ফোন উদ্ধার করে তা পুলিশ সুপারের মাধ্যমে প্রকৃত মালিক দের ডেকে ফিরিয়ে দেন।মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাঁর কার্যালয়ে হারানো মোবাইলের মালিক দের কে ডেকে একে একে ৩৮ জন কে ৩৮টি মোবাইল ফিরিয়ে দেন।
হারানো মোবাইল ফিরে পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সিএ টু চেয়ারম্যান জাকারিয়া শাওন প্রতিবেদক কে জানান আমার মোবাইলটি বৎসর খানেক আগে পরিষদের ক্যাম্পাসে পকেট থেকে পড়ে গিছিলো। পরে আমি সাতক্ষীরা থানায় জিডি করে কাগজ টি ডিএসবি অফিসের কনস্টেবল পলাশের কাছে দিয়ে আসি। কিন্তু দীর্ঘ দিন যাবৎ কনস্টেবল পলাশ আমার মোবাইলের কোন হদিস বের করতে পারেন নি।ডিএসবি অফিসে গেলেই কনস্টেবল পলাশ আজ না কাল ইত্যাদি বলে টালবাহান করতো।যার ফলে ঐ হারানো মোবাইল যে আমি আমি আবার খুজে পাবো এটা কোন দিন ভাবিনি।
সিএ টু চেয়ারম্যান জাকারিয়া শাওন প্রায় দেড় বৎসর পরে হারানো মোবাইলটি পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।