মেহেরপুর জেলা পরিদর্শদন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক, বিপিএম-বার, পিপিএম।আজ ২২ জানুয়ারি, ২০২৩ তারিখ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, মেহেরপুর জেলায় আগমন করলে মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।
![]()
পরে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে খুলনা রেঞ্জের ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করা হয়।
![]()
পরে পুলিশ সুপার, মেহেরপুর রাফিউল আলমের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠানে ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।রেঞ্জ ডিআইজি এসময় বিভিন্ন বাস্তব ঘটনা/অভিজ্ঞতা উল্লেখ করে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
![]()
পরে ডিআইজি মইনুল হক জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “বিশেষ অপরাধ সভায়” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।