মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আয়োজনের মধ্য রয়েছে,সকল সরকারি ,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত ভবন,শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,র্যালী,প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন,রচনা,কবিতা পাঠ,হামদ ও নাত,কুইজ প্রতিযোগীতা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে একটি শোক র্যালী বের হয়।র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শেষ হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন কিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী,কৃষি অফিসার আনিসুজ্জান খাঁন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম,বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,মুক্তিযোদ্বা, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিকার্থী সহ সর্বস্তরের জনগন। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে “জাতির পিতা বঙ্গবন্দ্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তথ্যসেবা অফিমার তানিয়া খন্দকার।