সিটিজেন জার্নালিস্ট(জিমি): যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি,২৫০০ পিস ইয়াবা ও নগত ৪৫ হাজার টাকা সহ সোহেল রানা নামক এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।যশোর ডিবি পুলিশের বিশেষ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোরের পুলিশ সুপার জনাব মঈনুল হক বিপিএম, পিপিএম এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার যশোরের অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক সোমেন দাশ এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় সহকরী সাব-ইন্সপেক্টর মনিরুল, রেজা পারভেজ, কনস্টেবল আবু হাসান, শিমুল ও চাঁন মিয়া অদ্য ২৯/১০/২০১৮ ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন মোবারকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা শেষে মোবারকপুর এলাকা থেকে মোঃ সোহেল রানা (৩২), পিতা- মৃত মোসলেম বিশ্বাস, সাং- গোয়ালবাড়ী, থানা- মনিরামপুর,কে ১টি বিদেশী ৭.৬৫ পিস্তল ০৫ রাউন্ড গুলি, ২৫০০ পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির নগদ ৪৫০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান আপডেট সাতক্ষীরা কে জানান,চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে.... উক্ত শ্লোগান কে সামনে রেখে যশোর গোয়েন্দা শাখা জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে।তারই ধারাবাহিকতায় ২৯ শে অক্টোবর ভোর রাত্রে ঝিকরগাছা এলাকার মোবারকপুর এলাকা থেকে ২৫ শ পিস ইয়াবা,১ টি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি ও নগত ৪৫ হাজার টাকা সহ শীর্ষ মাদক সম্রাট সোহেল রানা কে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরো জানান,ধৃত আসামীর নামে মাদকদ্র্য, অস্ত্র ও বিষ্ফোড়ক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে ঝিকরগাছা থানায় আসামীর নামে পৃথক মামলা দুটি করেন।