যশোর জেলার ঝিকরগাছা হতে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬।
গতকাল ১৪/১০/২০১৯ তারিখ ১২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মোবারকপুর মিলপট্টিস্থ জনৈক লবু বিশ্বাস গণদের বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আসামী মোছাঃ আমেনা বেগম (৫৮), স্বামী-মৃত আব্দুল আজিজ মোড়ল, সাং-মাঠপাড়া, পাড়াডাঙ্গা (এতিম খানা শিশু সদন এর পিছনে), থানা-ঝিকরগাছা, জেলা- যশোর এর নিকট হইতে (ক) একটি সাদা পলিথিনের ব্যাগের মধ্যে রক্ষিত ৪০০ গ্রাম গাঁজা। যার মূল্য অনুমান = ৮,০০০/- (আট হাজার) টাকা, (খ) ০১টি মোবাইল ফোন সংযুক্ত ০২টি সিম সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিতেছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে। যশোর জেলায় ঝিকরগাছা থানায় আসামী ও জব্দকৃত মালামালসহ হস্তান্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।