♣♣♣♣
ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনার হাত থেকে বাঁচুন স্লোগান নিয়ে যশোরে শুরু হয়েছে ট্রাফিক পুলিশ সপ্তাহ ২০১৮।।
রবিবার বেলা ১১টার সময় শহরের দড়াটানা মোড় থেকে ট্রাফিক পুলিশ সপ্তাহের জনসচেতনা মূলক বণার্ঢ্য র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার আনিসুর রহমান।
এসময় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার,সদর সার্কেল, আনসার উদ্দিন, কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান,ট্রাফিক ইন্সপেক্টর শাখাওয়াত হোসেন-পরিদর্শক ১,প্রসান্ত কুমার ঘোষ-পরিদর্শক-২,বুলবুল আহম্মেদ,পরিদর্শক -৩,আনন্দ কুমার- পরিদর্শক -৪,জনাব সুবেন্দ কুমার মুন্সি-পরিদর্শক-৫,ট্রাফিক সার্জেন্ট রোলান্ড মৃধা সহ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান,গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সহ জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বাস মালিক সমিতি, মাইক্রোবাস মালিক সমিতি সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আমাদের সকলকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। যশোরে ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সে বিহিন চালক ও বেপরোয়া গতিতে গাড়ী চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যালী শেষে সড়কে নিরপদে চলাচলের লক্ষ্যে অবৈধ যানবাহন ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সে বিহিন চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।