যশোর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৬/০৩/২০২৩ খ্রিঃ বিকাল ১৪.৪৫ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়।
![]()
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সালাম গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
![]()
অনুষ্ঠানের শুরুতেই বিকাল ১৪.৪৫ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) পুলিশ অফিসার্স মেস হতে যথাযথ মটরকেড ও প্রটোকলসহ পুলিশ লাইন্স যশোরে প্রবেশ করেন।
![]()
প্রধান অতিথির আগমন উপলক্ষে ফেম ফেয়ার বাজানো হয় এবং পরবর্তীতে তিনি অনুষ্ঠানের মুল ভেনু প্যারেড মাঠে অবস্থান নেন।
এসময় তাকে ও তার সহধর্মিণী পুনাক সভানেত্রী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
![]()
পরবর্তীতে আইজিপি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্যারেডের সালামী গ্রহণ করেন এবং একই সাথে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অতঃপর আইজিপি ও তার সহধর্মিণী পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী মঞ্চে আসন গ্রহণ করেন এবং পরবর্তীতে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
![]()
এসময় জেলা পুলিশের আয়োজনে যশোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে নির্মিত ডিসপ্লে প্রদর্শণ করা হয়।
![]()
পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আইজিপি ও তার সহধর্মিনী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী মহোদয় পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার) পিপিএম ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী খুলনা রেঞ্জ।
![]()
এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূইয়া,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী যশোর সহ খুলনা রেঞ্জের দশটি জেলার পুলিশ সুপার গণ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।