যশোর জেলা পুলিশের অক্টোবর /১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।সূত্র জানায়,গত ০৬ নভেম্বর ২০১৮ তারিখ যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভার সভিপতিত্ব করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জনাব মঈনুল হক, বিপিএম, পিপিএম।সভায় বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে জেলায় রেকর্ড ব্রেক মাদক উদ্ধার,রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধার,রেকর্ড ব্রেক সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করে আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জেলার শ্রেষ্ঠ চৌকস ওসি হিসাবে সন্মানা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন মফিজুল ইসলাম, পিপিএম ও থানার ইনচার্জ দের মধ্যে সেকেন্দার আবু জাফরকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
এছাড়াও উদ্ধারকারী ও মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরুস্কৃত করেন পুলিশ সুপার।সভায় আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ সুপার জনাব মঈনুল হক, বিপিএম, পিপিএম
মাসিক কল্যাণ সভায় জেলার সকল পুলিশ অফিসার দের কে নির্বাচনী ব্রিফিং সম্পর্কিত বিশেষ নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি এবং সকল থানার অফিসার ইনচার্জসহ সকল শ্রেনীর কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।