যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জানুয়ারী - ২০২০ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায়, যশোর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় পুলিশ ফোর্স এর মাসিক কল্যাণ সভা ।এতে সভাপতিত্ব করেন যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
অপরাধ পর্যালেচনা সভায় জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার,মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন জনাব জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর, মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার ‘ক’ সার্কেল, যশোর ও জামাল আল নাসের অতিঃ পুলিশ সুপার ‘খ’ সার্কেল, যশোর।
এছাড়া আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান। এছাড়া জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার, হিসাবে এসআই(নিঃ)/ পিন্টু লাল দাস, বেনাপোল পোর্ট থানা, যশোর নির্বাচিত হন।
জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই(নিঃ)/মোঃ মফিজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, যশোর। জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ(এডিআইও/ওয়াচার)এডিআইও এএসআই (নিঃ)/২২৫ মহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিশেষ শাখা, যশোর, তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করে পুলিশ সুপারেেে নিকট থেকে পুরুস্কার গ্রহন করেন।
কল্যাণ সভা শেষে দুপুর ১৪.৩০ ঘটিকায়, পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, যশোরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদবীর অফিসারগণ উপস্থিত ছিলেন।
সভায় এসআই(সঃ)/মোঃ আব্দুল মান্নান, কনস্টেবল ১৩৯৬/শেখ আসাদুজ্জামান, এর অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।