মনিরুল ইসলাম: সাতক্ষীরা সদর-২ আওয়ামীলীগের মনোনীত ‘নৌকা প্রতীক’ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারোও লক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য বিজয়ী হওয়ায় সুধীমহল, নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মন্ত্রী হিসেবে দেখতে চাই।সাতক্ষীরা সদর-২ আসনে নৌকা প্রতীক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ১,৫৫,৬১১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষ প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ২৭,৭১১ ভোট পেয়েছেন।একাদ্বশ সংসদে সাতক্ষীরা সদর-২ আসনে বিজয়ী হবার পরদিন দিন থেকে নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর বিগত ৪ বছর ৯ মাসে ১০৬, সাতক্ষীরা সদর- ০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সময়ে উন্নয়নের খন্ডচিত্র.........
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত,
স্কুল-কলেজ ও মাদ্রাসা ৩২টি বিল্ডিং শেষ পর্যায়ে,
৩৪ টি ভিত্তিপ্রস্তর হচ্ছে ১৫টি বিশেষ আইসিটি সুবিধাযুক্ত,
নতুন রাস্তা ১৫০ কিঃ মি প্রায় শেষ,
রাস্তা সংস্কার ১২০ কিঃমি প্রায় শেষের পথে,
বাইপাস ওমেইন রোড প্রায় ১৩ কিঃমি,
পৌরসভা KFW ২০০ কোটি টাকা বরাদ্দ,
গভীর নলকূপ প্রায় ৮২০টি,
অগভীর নলকূপ ৪৩৩ টি,
স্বাস্থ্যসম্মত পায়খানা ৪৩১টি,
রেইন ওয়াটার হার্ভেস্টিং ১৭৪ টি,
বিভিন্ন রকম ভাতা (সমাজসেবা) ২০ হাজার জন,
অবকাঠামো উন্নয়ন (১৪ ইউনিয়ন) ১ কোটি ৪০ লাখ,
টিআর, কাবিখা ও সোলার ২২ কোটির উর্দ্ধে,
(মসজিদ, মন্দির, শ্মশান, মাদ্রাসা, স্কুল, মাটির রাস্তা) ৪০টি ব্রীজ,
১০০ টি কালভার্ট,
৭০টি ইউ ড্রেন,
সাইক্লোন শেল্টার ২ টি, কম্পিউটার, সেলাই মেশিন, খেলার সামগ্রী পর্যাপ্ত বিতরণ,
শেখ রাসেল কম্পিউটার ল্যাব ৯টি,
পার্সপোর্ট অফিস,
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,
চীপ জুডিশিয়াল ১০তলা ভবন,
সোলার স্ট্রিট লাইট ১৪ টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম, কামালনগর টু খানপুর ( ভায়া মন্টু মিয়ার বাগান বাড়ী) কাজ চলমান,
সরকারি কলেজ টু মাছখোলা টেন্ডার সম্পন্ন,
নারকেলতলা টু আখড়াখোলা কাজ চলমান,
প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতিক্ষিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ,
সাতক্ষীরা সদর উপজেলার ১৪ ইউনিয়নে ৯৫% বিদ্যুতায়ন সম্পন্ন বহুল আকাঙ্ক্ষিত সাতক্ষীরা নিউমার্কেটের ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।
জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আলী বলেন, সদর-২ আসনের ভোটারদের প্রাণের দাবী একটি মন্ত্রী, আমরা সদর উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী নিকট এমপি রবিকে একজন মন্ত্রী হিসেবে দেখতে চায়।
মুনজিতপুর গ্রামের কাঠ মিস্ত্রি মনোয়ার হোসেন বলেন,আমার মেয়েটা ইন্টার ফাস্ট ইয়ারে পড়ে সরকারী মহিলা কলেজে।মেধাবী হলেও টাকার অভাবে সে ভালো করে লেখাপড়া করতে পারেনা।আমি সংসদ সদস্য রবি ভাইয়ের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য।এমপি রবি ভাই বলেছেন আমার মেয়ের উপবৃত্তির টাকা পাওয়ার যথাযত ব্যবস্থা করে দেবেন।আমি এমপি সাহেবের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি।তাই আমিও চাই জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর এমপি রবি ভাইকে এবার মন্ত্রী মহোদয় হিসাবে দায়িত্ব প্রদান করবেন।
পারকুখরালীর অসহায় ও পঙ্গু ভিক্ষুক আমের আলী কে এমপি রবি ভাই সম্পর্কে জানতে চাইলে আমের আলী বলেন,আমি পঙ্গু মানুষ অনেক বৎসর আগে সড়ক দূর্ঘটনায় আমার পা কেটে বাদ দিতে হয়েছিল।আমি এমপি সাহেবের বাসায় গিয়েছিলাম সাহায্যের জন্য। আসাকে দেখে এমপি সাহেব সাথে সাথে সমাজ সেবা অফিসারের কাছে ফোন করে ৩ দিনের মধ্য্যে আমার একটা হুইল চেয়ার দিয়েছেন এমপি রবি সাহেব।আল্লাহ পাঁক এমপি রবি সাহেবের দীর্ঘায়ু দান করুন।পঙ্গু আমের আলী এসময় প্রতিবেদক কে বলেন এমপি রবি সাহেব মন্ত্রী হলে আমার মত অসহায় ও পঙ্গু মানুষ হুইল চেয়ার পাবে,ঘরহীন রা ঘর পাবে,শীতে শীর্তাত অসহায় মানুষ গুলো শীতের বস্ত্র পাবে তাই আমিও দোয়া করি উপর আল্লাহ এমপি রবি ভাই কে এবার মন্ত্রীর পদমর্যাদা দান করুন।