গত রবিবার ২১ জুলাই ১০১৯ খ্রিঃ তারিখে আরএমপি কাশিয়াডাঙা বিভাগ "নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জংগী বিরোধী এবং কমিউনিটি পুলিশিং" সংক্রান্তে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে কাশিয়াডাঙা ডিগ্রী কলেজে এক আলোচনা সভার আয়োজন করে । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী-র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম পিপিএম।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিয়াডাঙা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জয়নুল আবেদিন। সভায় কাশিয়াডাঙা বিভাগের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, কাশিয়াডাঙা, দামকুড়া, কর্নহার থানার অফিসার ইনচার্জগণ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আজিজুল আলম বেন্টু, কোর্ট ও কাশিয়াডাংগা কলেজের অধ্যক্ষদ্বয় সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী শিক্ষকসহ প্রায় ৫০০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আগত ব্যক্তিবর্গ নারী ও শিশু নির্যাতনের মাত্রা কমিয়ে আনা এ মাদক, সন্ত্রাস ও জংগীবাদ প্রায় শুন্যের কোঠায় নামিয়ে আনতে বর্তমান সরকারের নীতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিরলস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এসময় পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা বজায় রাখার এবং এ কাজে সকল অপরাধ ও অপরাধীর বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। তিনি আগত অভিভাবকদেরকে তাদের সন্তানদের বিষয়ে আরো সচেতন হবার আহবান জানান। পুলিশ কমিশনার মহোদয় কৃতী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ জয়নুল আবেদিন, উপ-পুলিশ কমিশনার, কাশিয়াডাঙা বিভাগ তার এলাকায় কোন মাদক থাকবে না এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং পুলিশ কমিশনার মহোদয় ও আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।