প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৪, ৫:৫৩ পূর্বাহ্ণ
রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব ও স্কুল বাসের উদ্বোধন

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব ও স্কুল বাসের উদ্বোধন করা হয়েছে।গতকাল ০১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে “বই উৎসব ২০২৪” ও স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। অতিথিবৃন্দ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.