মাহফিজুল ইসলাম আককাজ: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আহবানে ও সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যাণার্জী, পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, হিসাব রক্ষক আক্তার হোসেন, সরোজ কুমার দে, এসও সাগর দেবনাথ, শিমুল, পৌরসভার সার্ভেয়ার মো. মামুন অর রশীদ, স্টোর কিপার মীর নাসের আলী, সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, শেখ শহিদুল্লাহ প্রমুখ। এসময় এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচীর মধ্যে মঙ্গলবার ০২ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ০৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।