পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম-বার বলেছেন,দেশের সীমানায় ও রাষ্ট্রের কোথাও কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পাশাপাশি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও সব নাগরিককে সর্বোচ্চ সেবা দেয়া হবে।
বুধবার দুপুরে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে চার কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের সব মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।
পরে আইজিপি ফিতা কেটে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন এবং ভবন পরিদর্শন করেন।পরে আইজিপি সাংস্কৃতিক সন্ধায় প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে উক্ত সাংস্কৃতিক সন্ধা কে প্রাণবন্ত করেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।