সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকা এলাকা হতে ৩০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প।
বুধবার ৩০ অক্টোবর ২০১৯খ্রিঃ ২১.০৫ ঘটিকায় স্কোয়াড কমান্ডার, সহকারী পুলিশ সুপার সমীর সরকার এর নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া সাতক্ষীরা সদর থানাধীন আলীপুর (বুলারআটি মাঠপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধাওয়া করিয়া আসামী সরকার(৩২), পিতা- রামপদ সরকার, সাং-আলীপুর (চেকপোষ্ট), থানা ও জেলা-সাতক্ষীরাকে ৩০ (ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সমীর সরকার আপডেট সাতক্ষীরা কে বলেন আটককৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান র্যাব মহাপরিচালক ড.বেনজীর আহমেদ স্যারের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে।