শেখ আরিফুল ইসলাম আশা : র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প অভিযান চালিয়ে ৪৩২ (চারশত বত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার করেছে। গতকাল ০৫ নভেম্বর ২০১৯খ্রিঃ ২৩০৫ ঘটিকায় স্কোয়াড কমান্ডার, এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন সদর হাসপাতাল দিয়ে ঢাকা গামী, ঢাকা মেট্টো-ন-২০-০৭২২ একটি নীল ও হলুদ রংয়ের কভার্ডভ্যানে মাদক দ্রব্য বহন করিয়া দুই লোক আসিতেছে । উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া সাতক্ষীরা সদর থানাধীন সদর হাসপাতালের সামনে উক্ত কবার্ডভ্যারে গতিরোধ করিয়া সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধাওয়া করিয়া আসামী আসামী ১। মোঃ কামাল হোসেন(৩৫)(ড্রাইভার), পিতা- অহিদ আলী শিকদার, সাং- চরকাছিয়া, থানা- রায়পুর, জেলা- লক্ষীপুর, ২। মোঃ শফিক হাওলাদার(২৪), পিতা- সুলতান হাওলাদার, সাং- রাজারচর, থানা- কোতয়ালী, জেলা- বরিশালদ্বয়কে একটি কবার্ডভ্যান ও ৪৩২ (চারশত বত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে Rab Khulna ফেইজবুক আইডির পোষ্টের মাধ্যমে।সেখানে বলা হয়েছে আটককৃত আসামি দের নামে র্যাব-৬ এর সদস্য বাদি হয়ে মামলা রুজু পূর্বক আসামিদের কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।