র্যাবের কমান্ডার মির্জা সালাহ্উদ্দিনের অভিযানে ১১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ১৪ই মার্চ ২০২১ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন বধ্যপুর দীঘির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে-
(ক) গাজা- ১১ কেজি,
(খ) মোবাইল ফোন- ০৫ টি
(গ) সিম কার্ড- ০৫ টি
(ঘ) মেমোরি কার্ড- ০২ টি
(ঙ) ক্যারিং ব্যাগ- ০৩ টি সহ-
(১) মোছাঃ সুফিয়া খাতুন (৩৭)
(২) মোঃ মশিউর রহমান (৩০) দ্বয় কে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানি কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত গাজা, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। তিনি আরো জানান,উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮" এ মামলা রুজু করা হয়েছে।