বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর ভার্চুয়াল দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর তত্বাবধানে করোনা ভাইরাস ঠেকাতে ও লক ডাউন বাস্তবায়নে লক ডাউনের দ্বিতীয় দিনেও মাঠে ছিলো সাতক্ষীরা থানা পুলিশ।
বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বুরহান উদ্দিনের নেতৃত্বে সেকেন্ড অফিসার হাসান রহমান,এসআই মোস্তাফিজ,এসআই মানিক সাহা,এসআই আলী আহম্মদ,এসআই শরিয়াতুল্লাহ,এএসআই সাইফুল ইসলাম(১),এএসআই লালন,এএসআই নজরুল,এএসআই সাজ্জাদ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সাতক্ষীরা নারিকেল তলা মোড়,নিউ মার্কেট চত্বের, ইটাগাছা ও পলাশপোল এলাকায় লক ডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পথচারীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।পথচারী কোথায় যাচ্ছে? কেনো যাচ্ছে?পথচারীর পুলিশ মুভমেন্ট পাস আছে কিনা তা প্রশ্ন করেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বুরহান উদ্দিন।