সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের চম্পা মায়ের দরগা অবৈধ দখলমুক্তকরনে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক ও পুলিশ সদস্যবৃন্দ এ অভিযানে অংশ নেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক,ভূমি অফিসের সার্ভেয়ার,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযানে পথের জায়গা অবৈধভাবে দখল করায় সংশ্লিষ্ট দুই পক্ষের অবৈধ স্থাপনা তাৎক্ষনিক অপসারণের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
অভিযান শেষে সদর ইউএনও দেবাশীষ চৌধুরী জানান, দরগার নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে আধাপাকা ঘর নির্মান করে বসবাসকারীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা দেয়া হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে স্বেচ্ছায় অপসারণ করবেন মর্মে প্রশাসনকে অবহিত করেছেন।