ট্রাফিক চেকপোস্ট চলমান থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।শুক্রবার রাত ১০ টার পর পুলিশ সুপারের অফিসিয়াল ফেইজবুক Sp Satkhira District id থেকে এ বিঞ্জপ্তি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়.....আগামি কাল ৩১ আগষ্ট ২০১৯ রোজ শনিবার থেকে পুলিশ,সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি, সবাইকে যানবাহন/মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স/ইন্সুইরেন্স/বাইকের রেজিষ্ট্রেশন/ফিটনেস সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে, অন্যথায় আইনের প্রয়োগে কোন পরিচয়ই কাজে আসবেনা।
বিঞ্জপ্তির ২ নং কলামে বরা হয়...
চেকপোস্টের কার্যক্রম লাইভ, অন লাইন স্ট্রিমিং সহ ভিডিও ধারন করা হচ্ছে, অতএব তথাকথিত রঞ্জিত সংবাদ পরিবেশন, প্রোপাগাণ্ডা থেকে বিরত থাকুন।
বিঞ্জপ্তির ৩ নং কলামে বলা হয়....
আপনার জীবনের নিরাপত্তা ও আইনের প্রয়োগ করাই পুলিশের কাজ।
বিজ্ঞপ্তির ৪ নং কলামে বলা হয়.....
চাহিবামাত্র গাড়ির ডকুমেন্টস দেখাতে হবে। চোরাই, বে আইনি গাড়ি ব্যবহার থেকে বিরত থাকুন।
বিঞ্জপ্তির ৫ নং কলামে বলা হয়....
হেলমেট ব্যবহার করুন, মনে রাখবেন আপনার প্রিয়জন আপনার নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায়।
সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা জেলা পুলিশের এই ট্রাফিক চেকপোস্ট চলমান থাকবে বলে জানা গেছে।বিঞ্জপ্তির শেষের অংশে বলা হয়েছে...
প্রিয় জন্মভুমি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল সবার সহযোগিতা প্রত্যাশা করি।
প্রচারে....মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার, সাতক্ষীরা।