আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালন হচ্ছে।
তারই ধারাবাহিতায় আজ ১৪ডিসেম্বর ২০২০ খ্রিঃ সকাল ০৭.০০ ঘটিকার সময় জাতীর সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে জেলা পুলিশ যশোর।
এসময় উপস্থিত থেকে জেলা পুলিশ যশোরের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
উক্ত শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান,অতিঃ পুলিশ সুপার, (অপরাধ) যশোর মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, জেলা বিশেষ শাখা, যশোর, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জামাল আল নাসের,অতিঃ পুলিশ সুপার, (সদর)মোহাম্মদ অপু সরোয়ার,যশোর সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।