করোনাকালীন সময়ে করোনা ও ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্থ তালা উপজেলার তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরাতন শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা এবং প্রবাাসী শুভাকাঙ্খীদের সাহায্যে নগদ টাকা এবং অনলাইনে ক্লাস করার জন্য স্মার্টফোন বিতরণ করা হয়েছে। রবিবার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ক্যাম্পাসে কলেজের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্ললাহ এসময় কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মুহিববলি¬াহ মোড়লসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীকে বই কেনার জন্য ১ হাজার করে মোট ১লাখ ২০ হাজার টাকা এবং ৩ জন দরিদ্র শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করার জন্য ২১ হাজার টাকা মুল্যের ৩টি স্মার্টফোন বিতরণ করা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পুরাতন শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী মায়া বসু। পরে প্রধান অতিথি সংসদ সদস্য মুজিব শতবর্ষ উপলক্ষে বন বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ৩শত পিছ ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।