সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মা দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সূত্র জানায় উঠান বৈঠকে মায়েদের হাতে কলম উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।উঠান বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে নির্বাহী অফিসার বলেন, প্রত্যেক সন্তানের মা কে ছেলে-মেয়ের সংখ্যা অনুযায়ী কমল দেওয়া হয়েছে। তার কারন গ্রামের মহিলারা ছোট ছোট ছেলে দের কে বিভিন্ন কাজে পাঠান ফলে শিশু শ্রমে জড়িয়ে পড়ে তাদের সন্তান রা।
আমি তাদের মা দের কে কলম দিয়েছি তারা যেন তাদের সন্তান দের কে হাতে ঝুড়ি-কুদাল না দিয়ে খাতা কলম তুলে দেয় এবং সন্তান দের কে স্কুলে পাঠায়।এতে করে অনেক শিশুরা ছোট কালেই ঝরে যাওয়া থেকে রেহাই পাবে। উঠান বৈঠকে ইউএনও দেবাশীষ চৌধুরী নারী দের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুদের সপ্তাহে ১ বার নেলকাটার দিয়ে নখ কাটা, টয়লেট শেষে হাতে সাবান দেওয়া ইত্যাদি বিষয়ে কাউন্সিলিং করেন।