শুক্রবারেও বসে নেই সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছেন তিনি ।
শুক্রবার সকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ।এসময় জেলা প্রশাসক বাড়ি বাড়ি গিয়ে এডিশ মশা জন্মায় কোথায় কোথায়? এমন জায়গা গুলো বাড়ির মালিক দের কে দেখিয়ে দেন। তিনি বাড়ির মালিক দের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য জোরালো তাগিদ দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর, দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি), রনি আলম নূর, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।