শুভ 'বড়দিন-২০২৩' উপলক্ষে জেলা পুলিশ,সাতক্ষীরা এর নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ।এ সময় সাতক্ষীরা জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী কে সাতক্ষীরা জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভ বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল( মোঃআমিনুর রহমান,এডিশনাল এসপি দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার মোঃসাজ্জাদ হোসেন,সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, সভাপতি,জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন,স্বপন বৈরাগী,সাধারণ সম্পাদক, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন, পৌল সাহা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ,জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।