আলতাফ হোসেন বাবু : ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সন্ত্রাসীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে সাতক্ষীরায় আওয়ামীলীগের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা নিউমার্কেটস্ত শহীদ আলাউদ্দীন চত্ত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের সভাপতিত্বে মানব বন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা আ'লীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম,জেলা মহিলা আ'লীগের সাধারন সম্পাদিকা জোৎসা আরা,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা ড.মুনসুর রহমান, সাবেক সফল ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান,সাবেক ছাত্রলীগ নেতা ফাত্তা, সাবেক ছাত্রলীগ নেতা তপু হাশমী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম নান্টু,সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদ পারভেজ, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিত মুক্তিযোদ্ধ্যার স্ত্রীকে দেখে ঢাকায় ফেরার পথে, কলারোয়ায় বিএনপির সন্ত্রাসী গডফাদার হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে, ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালানো হয়।
এই জঘন্য, পৈশাচিক, নির্মম ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবী জানাই। জেলা আওয়ামীলীগের মানববন্ধন কর্মসূচিতে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ।