মাহফিজুল ইসলাম আককাজ :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভাড়ুখালী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার)’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য,সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সফল সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।এসময় নৌকার মনোনয়ন প্রাপ্ত এমপি রবি তার নির্বাচনী প্রচারনায় বলেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের স্বার্থে বার বার দরকার।তিনি বলেন সাতক্ষীরার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে,বাঁকালে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনার সরকার,সেখানে অসহায় ও দু:স্থ্য মানুষ বিনা মুল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন,সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দৌড়গোরায় পৌছে দিচ্ছেন।তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ,জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রগমান নাসিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদস্য মীর মহিতুল আলম, জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ। এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।