শোকাবহ আগস্টে এক যোগে কালো ব্যাজ পরিধান করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার সহ বাংলাদেশ পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
১৫ আগস্ট আমাদের ইতিহাসের এক ভয়াবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘটেছিলো ইতিহাসের জঘন্যতম নিশংস হত্যাকাণ্ড।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কর্মসূচির অংশহিসেবে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত সারাদেশের সকল পুলিশ ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অনুমোদিত বিশেষ পরিধান করবেন।
পহেলা আগষ্ট রাত বারোটা ১ মিনিটে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে নাটক অভিশপ্ত আগষ্ট মঞ্চায়িত করার পর পুলিশ প্রধান কে কালো ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক (পুলিশ সুপার) কামরুজ্জামান রাসেল।এসময় একে একে অতিরিক্ত আইজিপি গণ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম,এসবি প্রধান ও পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মো:মনিরুল ইসলাম,ঢাকা রেজ্ঞ ডিআইজি হাবিবুর রহমান,পুলিশ হেড কোয়াটার্সের ডিআইজি মো:আমিনুল ইসলাম,ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুখার্জি শ্যামল,উপপুলিশ কমিশনার আব্দুল আহাদ সহ পুলিশ হেড কোয়াটার্সের উদ্ধর্ত্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পুলিশ প্রধান ড.বেনজীর আহমেদ বিপিএম-বার।