সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য বর্ষিয়াণ রাজনীতিবিদ সবার প্রিয় ডা. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে সদরের বল্লী ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে গেলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে স্ট্রোক জনিত কারনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, জেলা আওয়ামীলীগের সদস্য বর্ষীয়াণ রাজনীতিবিদ সবার প্রিয় ডা. মিজানুর রহমান ছিলেন একজন পরীক্ষিত, বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। যেখানেই অনিয়ম. যেখানেই অনিয়ম-দুর্নীতি দেখতেন তার বিরুদ্ধে তিনি ঝাপিয়ে পড়তেন। মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ করতে কখনই পিছপা হননি তিনি। জেলা আওয়ামীলীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, জেলা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরহুমের বাড়িতে সমবেদনা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, শেখ শফি উদ্দিন সফি, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, পারভেজ, পলাশ মাস্টার ও ইউপি সদস্য সামছুর রহমানসহ দলীয় নেতা কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আসর মরহুমের নামাজে জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তথ্যঃভয়েস অফ সাতক্ষীরা।