আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলায় নাশকতা এড়াতে ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জনাব মো:কামরুজ্জামানের নেতৃত্বে নাশকতা বিরোধী মহড়াটি অনুষ্ঠিত হয়।সূত্র জানায়, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রির্টানিং অফিসার জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সমন্বয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল দেওয়া হয়।
শ্যামনগর উপজেলার সহকারী রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসার মো:কামরুজ্জামানের নেতৃত্বে কালিগজ্ঞ সার্কেলের এডিশনাল এসপি জামিরুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) সুজন সরকার,শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পরিদর্শক(তদন্ত) র্যাবের ডিএডি সহ অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকী সহ ভোটকেন্দ্র পরিদর্শন এবং নির্বাচন আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে বিভিন্ন বাজারে জনগণকে সচেতন করা হয়।