শেখ আরিফুল ইসলাম আশা: আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টায় র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর অধিনায়ক মেজর মোঃ শামীম সরকার এর নেতৃত্বে শ্যামনগর থানার কাটাখালী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বিড়ালক্ষী গ্রামস্থ ১৪৬ নং বিড়ালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর হতে আশাশুনির চাকলা গ্রামের মোঃ আবুল কাশেম ঢালীর ছেলে মোঃ হাসিবুল হাসান শান্ত (২১) কে আটক করা হয়।
এ সময় শান্তর কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর ও মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।