★★★★
সিটিজেন জার্নালিস্ট (জিমি):
ঢাকার নদী-বন্দর সদরঘাটে নৌ নিরাপত্তা , যাত্রী সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আজ ৪ঠা মার্চ নৌপরিবহন মন্ত্রনালয়ের কনফারেন্স কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মাননীয় নৌপরিবহন মন্ত্রী জনাব শাহাজান খান। উক্ত সভায় নৌপরিবহন মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আবদুস সামাদ মহোদয় সহ চেয়ারম্যান বি আই ডব্লুউটিএ,নৌবাহিনী প্রধান,স্থল বন্দর চেয়ারম্যান মহেদয় উপস্থিত ছিলেন। সভায় সার্বিক বিষয় পর্যালাচনা করে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ------
১। সমগ্র নদী বন্দর এলাকা ও বুড়িগঙ্গা তীরের ময়লা ও আবর্জনা পরিষ্কার করা হবে।
২। স্থানীয় জনগন ও ব্যবসায়ীদেরকে এবং সকল সংস্থাকে সম্পৃক্ত করে নদী ব্যবস্থাপনা ওসুরক্ষা কমিটি করা হবে।
৩। বন্দরে হকার,অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।টারমিনালের সামনে ভ্যান গাড়ী অপসারন।কুলি দৌরাত্ব্য বন্ধ।
৪। যাত্রীদের অপেক্ষাগার, টেলিভিশন, ওয়াই ফাই স্থাপন।
৫। কলোবাজারী রোধে E ticket ব্যবস্থা ও অন লাইনে Ticket ক্রয়।
৬। স্টীমার বা লনচে ডাষ্টবিন,ওয়াই ফাই,লাইব্রেরি প্রতিষ্ঠা।
৭। জেটির সংখ্যা বাড়ানো।
৮। তীর সংলগ্ন রাস্তা ও ফুটপাত বর্ধিতকরন।
৯। শ্যামবাজার কাঁচা বাজার রিলোকেশন।
১০। টারমিনালে মাইকিং ব্যবস্থার মাধ্যমে নৌ নিরাপত্তার প্রচার ও বড় স্ক্রীনে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নদী বিষয়ক তথ্য প্রচার।
১১। নদী সুরক্ষা,নদীর পরিবেশ রক্ষা ও অবৈধ দখলদার মুক্তকরনে ব্যক্তি,গোষ্ঠী,সংগঠন যারা অবদান রাখবেন তাদের জন্য নদী পদক দেয়ার চিন্তা।এটি সরকারের অনুমোদন পাওয়া গেলে প্রবর্তন করা হবে।
অতপর,সভায় আর কোন ব্যক্তব্য না থাকায়,সভাপতি মহোদয় সকলের সুস্বাস্থ্য কামনা করে ও সবাই কে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘটান।