করোনা ঠেকাতে মাঠে কোন রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে রয়েছে ১৪ জন এফপিআই তারা নিয়মিত নিজ নিউ ইউনিটে বিদেশ ফেরৎদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছেন।এদিকে ইউনিয়নে এফপিআই দের নেতৃত্বে এফডব্লুউএ গণ বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে কাজ করছেন সাথে সাথে তারা স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে।এতো দিন তারা কোন রকম নিরাপত্তা ছাড়াই মাঠে কাজ করেছে।
তারই ধারাবাহিকতায় সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর সভা সহ সকল এএফপিআই ও এফডব্লুউএ বৃন্দের মাঝে করোনা প্রতিরোধে পিপিআই,মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন।স্টাফদের মাঝে পিপিআই বিতরণ কালে ফ্যামিলি প্লানিং অফিসার নকিবুল হাসান আপনারা নির্দিষ্ট দুরত্ব ও নিজের সুরক্ষা নিয়ে কাজ করবেন।ইউনিয়নে জেলার বাহিরে থেকে লোক আসলে আপনারা তাদের কে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার নজরদারি করবেন।বিতরণ কালে সদর উপজেলার ফ্যামিলি প্লানিং এ্যাসিস্টেন্ট মোঃ সামিউল ইসলাম,ইউএফপিএ ছাবিনা ইয়াসমিন ও ইউএফপিএ মাছুম বিল্লাহ সহ অফিসের সকল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আকাংখিত PPE পাওয়ায় ফ্যামিলি প্লানিং অফিসার জেলা পরিবার পরিকল্পনা অফিসার রওশন আরা জামান এঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।