সদর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশা নিধন স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদে চেয়ারম্যানের অফিস কক্ষে কৃষকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধন স্প্রে মেশিন বিতরণ করা হয়। কৃষকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধন মেশিন বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিধন মোকাবেলা করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধন করতে সবাই মিলে কাজ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ির আশেপাশে ময়লা আর্বজনা সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সাইফুল আলম বাবু, পৌর সভাপতি সামছুর রহমান জুয়েল প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি