সাতক্ষীরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিচ ইয়াবা বড়ি সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে গত ০৯/১১/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের চৌকশ সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার দেবনাথ, এএআই/সাইমুন ঢালী সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাত্র ২৩.১৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন শিমুলবাড়িয়া সাকিনস্থ জনৈক সিরাজুল সরদার এর বসতবাড়ির সামনে গাজীর মোড় টু ওয়াপদা গামী ইটের সলিং রাস্তার উপর হইতে মাহফুজা বেগম (৪৭), স্বামী-মোঃ সিরাজুল ইসলাম সরদার, সাং-ইটাগাছা (পূর্বপাড়া), এ/পি-সাং-শিমুলবাড়িয়া, থানা ও জেলা-সাতক্ষীরাকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।আটককৃত মাদকের মূল্য অনুমান ৬০,০০০ টাকা।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।