♣♣♣
সাতক্ষীরা জেলার মাসিক রাজস্ব সভায় সরকারী কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে এমনটি হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাছনীম, এনডিসি দেওয়ান আকরামুল হক, আরডিসি মো. আক্তার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, স্বজন মোল্ল্যা, আসফিয়া সিরাত প্রমুখ।
সভায় জেলার সকল উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের বকেয়া আবেদনপত্রগুলো দ্রুত সমাধান এবং ডিজিটাল কার্যক্রমের গতি অব্যাহত রাখতে প্রতিটি সেক্টরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবা প্রদান করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে মহিলা স্টাফদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, দ্রুত মহিলা স্টাফদের জন্য আলাদা ওয়াশরুমসহ নাগরিক সেবা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন, ডিজিটাল সেবা প্রদান এবং সরকারি সেবা পেতে যেন নাগরিকরা হয়রানী বা দালালের খপ্পরে না পড়েন। এজন্য সরকারি কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তারা কোন প্রকার অনিয়ম-দুর্নীতি করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের রাজস্ব আদায়ে সকল কর্মকর্তাকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন।