আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে ধুলিহর ইউনিয়নের চাঁদপুর বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।গণসংযোগ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।তিনি বলেন, পদ্মা সেতুর কারনে সাতক্ষীরা থেকে এখন ৫ ঘন্টায় ঢাকায় যাওয়া যায়।যেটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধ কন্যা জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতা র কারনে।
তিনি বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে।সেখানে দরিদ্র মানুষেরা বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ পেয়ে থাকেন। আসাদুজ্জামান বাবু আরো বলেন,বর্তমান সরকার গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন।ইউক্রেন যুদ্ধের কারনে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ঠিকমত কয়লা আসতে পারেনি যার কারনে দেশব্যাপী বিদ্যুতের লোড সেডিং চলছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে লোড সেডিং ঠিক হয়ে যাবে।
গণসংযোগ অনুষ্ঠানে সদর উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।