সিটিজেন জার্নালিষ্ট (জিমি) : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেছেন, পুলিশ সদস্যদের ফিটনেসের জন্য সাঁতার অত্যন্ত ভালো ব্যায়াম। সাঁতার এমন একটি ব্যায়াম যা শরীরের সকল অংশ সচল করে। এটি মন এবং শরীর দুটোই চাঙ্গা রাখে।
রোববার(২৪ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে নবনির্মিত বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ পুলিশের একটি সুইমিং পুলের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। আধুনিক এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে আজ সে অভাব পূরণ হলো।
এসময় তিনি পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের সাঁতার শেখার জন্য নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি অনন্য সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন।
আইজিপি পুলিশ সুইমিং কমপ্লেক্স এর উদ্বোধনের পাশাপাশি কে৯ ক্যানেল এয়ারপোর্ট এপবিএিন ব্যারাক, অন দি জব ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এপিবিএনের অতিরিক্ত আইজিপি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে র্যাবের ডিজি ডক্টর বেনজীর আহমেদ,অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম,ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম,সিআইডির প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন,স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিক বাংলা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রকল্পটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ পুলের দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার এবং গভীরতা সাড়ে আট ফুট হতে সাড়ে ছয় ফুট যা ১০ টি লেনে বিভক্ত। এতে একসাথে ৩৩৬ জন বসে খেলা দেখতে পারবে।
এছাড়াও, খেলোয়াড়দের জন্য অত্যাধুনিক জিমের পাশাপাশি একটি স্টিম বাথ ও একটি সনা বাথ এর ব্যবস্থা রয়েছে। এতে ওয়াটার পোলো খেলারও সুবধিা আছে।