সাতক্ষীরায় ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাধারণ মত বিনিময় কালে নবগঠিত কমিটির আহবায়ক শেখ ইজাজ আহমেদ স্বপন বলেন, এসোসিয়েশনের নামে ৩টি ব্যাংক একাউন্ট রয়েছে সেগুলি স্বাক্ষর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক যে চাঁদার টাকা অর্জিত হয় সে টাকা পনের দিন দুপুর ১২টার একাউন্টে জমা দিতে হবে। আজ থেকে পূর্বের ন্যায় আমদানি পণ্যের ২০০ টাকা এবং রপ্তানি পন্যের ১০০ টাকা চাঁদা ধার্য্য করা হয়েছে। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন কর্মকান্ড গতিশীলতা বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেন, নবগঠিত কমিটি সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান, চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন সংগঠন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত পর্যায়ক্রমে স্বাক্ষাত করবেন। সাতক্ষীরা প্রেসক্লাবের মধ্যমে কায্যক্রম শুরু হলো। বিগত দিনের আয় ব্যয় হিসাব ব্যাংক লেনদেন সহ যাবতীয় বিষয়ের জন্য আরো একটি কমিটি গঠন করা হয়েছে। আজ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের সাথে আহবায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা। তিনি আরো বলেন, পূর্বের কমিটি গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় শ্রম অধিদপ্তর তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। এরপরে তারা নিয়ম বর্হিভূত ভাবে এক সাথে দশ লক্ষ টাকা উত্তোলন করেছে। এ টাকা কারোর ব্যক্তিগত নয় সমিতির সকল সদস্যর। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য এএসএম মাকছুদ খান মো: মিজানুর রহমান, সাতক্ষীরা পৌর আ’লীগ সভাপতি শেখ নাসেরুল হক।