সাতক্ষীরা সদর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানের আমন্ত্রণে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সদর থানার সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদর থানার ওসি অপারেশন তারেক আজিজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত’র সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক পত্রদূত এর সম্পাদক মন্ডলির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনিসুর রহিম, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি ও আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ নিউজের সাতক্ষীরা প্রতিনিধি ও পত্রদূত’র চীফ রিপোর্টার আব্দুস সামাদ, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইন্ডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবুল কাসেম, সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর’র আমেনা বিলকিস ময়না, ডিবিসি’র জেলা প্রতিনিধি এম জিল্লুর রহমান, সাংবাদিক গোলাম সরোয়ার, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কেএম আনিছুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, শেখ তানজির আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পুলিশ ও সাংবাদিকের কাজ একই প্রকৃতির। আমি যেখানে যে থানায় ওসি হিসেবে চাকরি করেছি, সেখানেই মিডিয়া অর্থাৎ সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করেছি। সাংবাদিকদের তথ্য সরবরাহের ক্ষেত্রে জেনে-শুনে-বুঝে আমি বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার সর্বদা চেষ্টা করি। আমি চাই কোন কারনে আপনাদের লেখা যেনো বন্ধ না হয়। আমি সাংবাদিক বান্ধব ওসি হতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ সর্বদা প্রস্তুত। সাতক্ষীরা সদর থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সদর থানা পুলিশ কোন প্রতিবন্ধিকতা ছাড়াই সেবা দিয়ে যাবে। এছাড়া রাষ্ট্রের ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তথ্য দিয়ে আপনারা সাংবাদিকরা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্যে সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হয়।এসব সমস্যা সমাধানে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।