তোহা খানঃ সাতক্ষীরা জেলার একটি অন্যতম সংগঠন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন। ছুটে চলেছে মানবতার সেবায়। সেচ্ছায় রক্ত,শ্রম, এমনকি অসহায় মানুষের মুখে খাবারও তুলে দিচ্ছে তারা।
সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর কাছে যেন দিন আর রাত বলে কোন শব্দ নেই। যে কোনো সময় যে কোনো যায়গায় চলে যায় রক্ত দিতে।
গত ১৪ এপ্রিলে প্রতিষ্ঠিত হয় এই অন্যতম সংগঠন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন। সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ১৪ এপ্রিল থেকে আজ ২৩ নভেম্বর (৭ মাস ৯ দিন ) পর্যন্ত মোট ৫১৩ ব্যাগ রক্ত দিয়েছে। যা আজ পর্যন্ত অন্য সংগঠন দিতে পারেনি।
সকলে সংগঠনটির নাম দিয়েছে ভালোবাসার পরিবার।
তারা যানে কিভাবে মানুষ কে ভালো বাসতে হয়।এই ভালোবাসার সংগঠন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন কখনো রক্ত দিয়ে কারো কাছ থেকে কোন অর্থ নেন না।
তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা তো সব সময় কাজ করি।এই কাজের ফাকেও আমরা একটু ঘুরতে বের হই। তাই আমরা সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর সকল সদস্য কে নিয়ে ২২ শে নভেম্বর ভ্রমনে গিয়েছিলাম । সাতক্ষীরার শ্যামনগরের শেষ প্রান্ত নিল ডুমুর সুন্দরবন,শ্যামনগর আকাশলীনা ইকোপার্ক ও জমিদার বাড়ি গিয়ে ছিলাম ভ্রমনে। এই আনন্দ ভ্রমনে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মইনুল আমিন মিঠু, কামরুজ্জামান সবুজ, তোহা খান, আব্দুল্লাহ আল-মামুন,খালিদ হাসান সহ ৬৫ জন সদস্য উপস্থিত ছিলো।তারা বলেছেন যে, রক্ত দান করা খুবই ভালো কাজ।আমরা রক্ত দেওয়ার পর যখন মুমূর্ষু রুগির লোক আমাদের জন্য দোয়া করে তখন মনে হয় যে রক্ত দেওয়াটা সার্থক হয়েছে। আমাদের কাছে এই দোয়াটাই অনেক বড় পাওয়া। তাই আপনারা চেষ্টা করবেন রক্ত দিয়ে একজন মুমূর্ষু রুগিকে বাচানোর।আপনার ১ ব্যাগ রক্ত অন্যের জীবন বাচতে পারে।