মাহমুদুল হাসান শাওন:: অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় নিজের হাতে গড়া সাতক্ষীরার ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি স্বপরিবারে পরিদর্শন করেছেন পর্যটন কেন্দ্রটির কারিগর তৎকালীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান শিক্ষামন্ত্রনালয়ের উপ সচিব আ ন ম তরিকুল ইসলাম। শুক্রবার বিকাল ৪টায় স্ত্রী-সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দেবহাটার ইছামতি নদীর অববাহিকায় তৈরী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখার পাশাপাশি স্বজনদের নিয়ে ইছামতি পাড়ের অপরুপ সৌন্দয্যে সময় কাটান তিনি। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দেবহাটার ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে আ ন ম তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পর্যটন কেন্দ্রটিকে আরো সৌন্দর্য মন্ডিত করে তুলতে উপজেলা ও জেলা প্রশাসনকে আরো উদ্যেগী হতে হবে। বর্তমানে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি শুধু দেবহাটা কিংবা সাতক্ষীরা নয় সারা দেশের ঐতিহ্যে পরিনত হয়েছে। সরকারী বরাদ্দ সুষ্ঠভাবে ব্যবহার করা হলে পর্যটন কেন্দ্রটি এক সময় দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিনত করা সম্ভব। সম্প্রতি জনপ্রশাসন পদক লাভ করায় ইতোমধ্যেই এই পর্যটন কেন্দ্রটির নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। পর্যটন কেন্দ্রটিকে স্থায়ী উন্নয়নের মাধ্যমে দর্শনার্থীদের কাঙ্খিত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উপজেলা ও জেলা প্রশাসনের প্রতি আহবানও জানান আ ন ম তরিকুল ইসলাম। উল্লেখ্য যে, আ ন ম তরিকুল ইসলাম দেবহাটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়েই ইছামতির বেড়ীবাঁধের ভাঙন রোধের পাশাপাশি মানুষের জন্য বিনোদন কেন্দ্র তৈরীর উদ্যোগ হিসেবেই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা শুরু করেছিলেন। তারই গৃহীত উদ্যোগটি থেকে বর্তমানে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীদের জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিনত হয়েছে।