সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারত থেকে চোরাপথ আসা ৪১ বোতল কোরেক্স সহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার বেলা ১২ টার দিকে সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ মাদকসহ ব্যবসায়ী আটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম মোঃ জহুরুল মোড়ল ওরফে জহু (৫৯)। সে ওই এলাকার মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যার এর দিকনির্দেশনায় ভোমরা সীমান্তের শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই পলাশ কুমার সাহা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযানে শ্রীরামপুর এলাকার মাদক চোরাকারবারি মোঃ জহুরুল মোড়ল ওরফে জহু'কে ৪১ বোতল কোরেক্স সহ আটক করা হয়েছে। এবিষয়ে আটককৃত আসামির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।