সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর প্রথম প্রজেক্ট-1 বাস্তবায়ন করা হয়েছে।জেলা পুলিশের সুত্র জানায়,সাতক্ষীরা জেলায় যোগদানের পর সর্বপ্রথম পুলিশ সুপার প্রজেক্ট-১ গ্রহণ করেছিলেন পুলিশ লাইন্স জামে মসজিদের দ্বিতীয় তলার ৩৪০০ বর্গফুট কাজটি সম্পন্ন করার।
সুত্র আরো জানায়, পুলিশ সুপার যেদিন সাতক্ষীরায় যোগদান করেছিলেন,তার প্রথম জুম্মার নামাজ পুলিশ লাইন্স মসজিদে আদায় করেছিলেন। কিন্তু সেদিন প্রথম জুম্মার নামাজে বৃষ্টির কারনে অনেকে নামাজ আদায় করতে পারেন নি।বিষয়টি পুলিশ সুপারের মনে দাগ কেটেছিলো।
সাথে সাথেই ঐ দিন পুলিশ সুপার সিদ্ধান্ত নেন, মসজিদ দোতলা করা হবে,ঠিক এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করা হয়েছিল ব্যক্তিগত ফান্ড থেকে।সেখান থেকে দিনের পর দিন, মাসেরপর মাস অত্যান্ত পরিশ্রম করে আজ রবিবার ৭ জুন ২০২০ খ্রিস্টাব্দ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাঁর স্বপ্নের প্রজেক্ট পুলিশ লাইন্স জামে মসজিদের দ্বিতিয় তলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধন কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,আরওআই আজম খান,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ঈমাম মোনাজাত করে দোয়া অনুষ্ঠান সম্পন্ন করেন।
এবিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মসজিদের দ্বিতিয় তলা নির্মানের কাজে যারা সহযোগিতা করেছেন [পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ ,সদর সার্কেল মীর্জা সালাহ্উদ্দিন,কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,ডিএসবির এএসপি সাইফুল ইসলাম, ডি আই ও ১ মিজানুর রহমান, আযম খান পুলিশ পরিদর্শক সহ অংশগ্রহণ কারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ]