★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরার রাজ্জার্ক পার্কে দুই দিনের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার প্রথম দিনে সাতক্ষীরা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র নন-স্টপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে যাচ্ছে।স্বরজমিনে গিয়ে দেখা যায়,এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রর স্টলে একটি মহিলা গর্ভবর্তী রোগী চেয়ারে বসে আছেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃলিপিকা বিশ্বাস রোগীটির প্রেসার মেপে দেখছেন এবং প্রেসক্রিপশান করে দিচ্ছেন।স্টলে কয়েক জন এফ ডব্লুউ ভি আছেন,তাঁরা রোগীদের বিনামুল্যে ওয়েট মেশিনে ওজন পরিমাপ করে দিচ্ছেন এবং রোগীদের চাহিদা মোতাবেক জন্ম নিয়ন্ত্রন সামগ্রী বিতরন করছেন বিনামুল্যে।শুধু জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির সেবা নয়,সাথে সাধারন রোগ যেমন- জ্বর,সরদি,কাশি,চুলকনা,এলার্জী,শ্বাসকষ্টের রোগ সহ অন্যান্য চিকিৎসা প্রদান করা হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্টলটিতে। মেলায় আগত দর্শক বৃন্দ বিনা মুল্যে রক্তের গ্রুপিং করতে পারছেন,ডাইবেটিস পরিমাপ করতে পারছেন ডিজিটাল ল্যাবের স্টল টি থেকে।প্রথম দিন তুলনা মুলক অনেক দর্শকের আগমন ঘটেছিল এসবিবিসি পরিবার পরিকল্পনা মেলায়।মেলায় সকালে বিভিন্ন কুইজ প্রতিযোগীতা চলছে স্কুলের বাচ্চাদের কে নিয়ে।আর বিকালে সংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধায় প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনার উপকারীতা সম্পর্কিত বিভিন নাটক দেখানো হচ্ছে।
প্রসংঙ্গতঃ সাতক্ষীরায় দুই দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাজ পার্কে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আইইএম ইউনিটের আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রওশন আরা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলানা বিভাগীয় পরিচালক ব্রজ গোপাল ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মো. মুজিবর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম (আজমীর),মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার, ডা. আবুল বাসার, ডা. লিপিকা বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। দুইদিন ব্যাপি এ মেলায় সকাল ০৯টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদান করা হবে এবং মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা মূলক প্রামান্য চিত্র প্রদর্শণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।