শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার কলারোয়ায় প্রায় ২ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বার সহ মোঃ অহিদুজ্জামান(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার(১ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে কাকডাঙা সীমান্তের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে হরিদাস ঠাকুর আশ্রমের সামনে থেকে এই স্বর্ণ আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিকাল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারতে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করে তা তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। ইজিবাইক চালক মোঃ অহিদুজ্জামান এই স্বর্ণ পরিবহন করছিলেন। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ টাকা বলে জানান তিনি। আটক আসামী এবং ইজিবাইক কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।