এম এ জলিল’র তৃতীয় একক চিত্রপ্রদর্শনী ঈষিকা’র অকেস্ট্রা৩ এর সমাপনী অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ৪দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এন মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, শিক্ষক স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। আলোচক হিসেবে ছিলেন কবি শুভ্র আহমেদ ও কবি স ম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এম এ জলিল একজন বিশিষ্ট চিত্রশিল্পী। যা সাতক্ষীরা বাসী হিসেবে আমাদের গর্বের বিষয়। তিনি রাত দিন পরিশ্রম করে যে শিল্পকর্ম গুলো তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। শিল্পী তার মনের মাধুরি মিশিয়ে রঙের তুলি দিয়ে নতুনত্বকে আঁকে। শিল্পকর্ম একজন মানুষের মন জগতকে অনেক বিস্তৃত করে থাকে। শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে আমাদের উদ্যোগ নেওয়া দরকার।
-দৈনিক সাতক্ষীরা।