সাতক্ষীরা জেলার সদর থানাধীন ঐতিহ্যবাহী মায়ের বাড়ি মন্দির (পুজা মন্ডপ) পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুক হক বিপিএম-বার, পিপিএম।
রবিবার ২২ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা জেলার সদর থানাধীন ঐতিহ্যবাহী মায়ের মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ও পুজা উদযাপন কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত পূণ্যার্থী,ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।এ সময় রেঞ্জ ডিআইজি সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুন্দর পরিবেশে পালন করার জন্য ধন্যবাদ জানান।পরে রেঞ্জ ডিআইজি পূজা উদযাপন কমিটির মা দূর্গার বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, উপদেষ্টা জেলা মন্দির কমিটিশ্রী বিশ্বনাথ ঘোষ,এডঃ সোমনাথ ব্যানার্জি, সভাপতি,জেলা মন্দির কমিটি শ্রী নিত্যানন্দ আমিন,সাধারণ সম্পাদক, জেলা মন্দির কমিটি, সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।